সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যে তিনটি সাইট থেকে ইউটিউব এর মত টাকা আয় করতে পারবেন ।

  আজ আপনাদের কে বলবো এমন তিনটে সাইট সম্পর্কে যারা ইউটিউব এর মতই ভিডিও ব্রডকাস্টিং করে এই সাইটগুলিতে রয়েছে এফিলেট মার্কেটিং সহ ভিডিও আপলোড করে টাকা ইনকামের সুযোগ । যাদের  ইউটিউব এর একাউন্ট বা চ্যানেল কোন কারনে ব্লক হইছে তারাই সাইটগুলি থেকে টাকা আয় করতে পারেন । এই সাইটগুলি ভিডিও কোয়ালিটি ইউটিউব থেকে অনেক ভালো । এই সাইটগুলিতে ভিডিও ব্রডকাস্টিং করে বিবিসি ,  ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, ফক্স মিউজিক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ।

Vimeo


 ইউটিউব প্রতিষ্ঠিত হয় 2006 সালে কিন্তু তার আগে থেকেই vimeo  ভিডিও ব্রডকাস্ট করে থাকে । বর্তমানে vimeo সাইটের মালিক মাইক্রোসফট ।  vimeo এর ইউজার সংখ্যা 300 মিলিয়ন এর কাছাকাছি যা তাকে করে দিয়েছে পৃথিবীর দ্বিতীয় ব্রডকাস্টিং প্রতিষ্ঠান । ইউটিউব আপনার ভিডিও ব্রডকাস্ট করে যে টাকা আয় করে তার 55%  আপনাকে দেয় কিন্তু বিমু আপনাকে দিবে 90% টাকা । আর তার ভিডিও কোয়ালিটি পৃথিবীর অন্য যেকোন ব্রডকাস্ট প্রতিষ্ঠান থেকে অনেক ভাল মানের . vimo তার pro মেম্বারদের জন্য রাখে বিভিন্ন সাবস্ক্রাইব সুবিধা । কাটপাটি অ্যাপস ব্যবহারের সুবিধা এবং প্রতি সাবস্ক্রাইব  এ 1 $ চার্জ নেয় সাবস্ক্রাইবার থেকে ।  আপনি যদি pro মেম্বার হন তাহলে আপনাকে তারা একটি এসইউ  করার জন্য একটি অ্যাডভান্স tolls দিবে ।

Twitch


যদি আপনি ভিডিও গেম খেলতে পছন্দ করেন তাহলে twitch  আপনার জন্য একটি প্ল্যাটফর্ম । এটি একটি অ্যামাজন ভিত্তিক প্রতিষ্ঠান যারা লাইভ স্ট্রিমিং করে থাকে বিভিন্ন গেম । টুইচ এ রয়েছে 1.5  মিলিয়ন ব্রডকাস্টার এবং 100 মিলিয়ন ভিজিটর প্রতিমাসে । রয়েছে এফিলিয়েট প্রোগ্রাম যার মাধ্যমে আপনি লাইভ স্ট্রিমিং ছাড়াও টাকা আয় করতে পারবেন । Twitch  এ রয়েছে ভিন্ন প্যাকেজে সাবস্ক্রিপশন প্রোগ্রাম যারা টুইচ এ লগইন করে থাকে তারা লাইভ স্ট্রিমিং দেখার জন্য তিনটি প্যাকেজের যে কোন একটি প্যাকেজ ব্যবহার করে থাকেন ।  তিনটি প্যাকেজের মূল্য ভিন্নরকম । প্রথম প্যাকেজ টি 5 $  দ্বিতীয় টি 10 $ এবং তৃতীয় টি 25 $   এর 50 % ব্রডকাস্টার পেয়ে থাকে ।

Dailymotion


ডেইলিমোশন হচ্ছে ইউটিউব এর সবথেকে বড় প্রতিপক্ষ যেখানে ব্রডকাস্ট করে থাকে বিবিসি ন্যাশনাল জিওগ্রাফি ব্লুমবার্গ ছাড়াও আরো  অনেক ব্রডকাস্টার । ডেইলিমোশন এ যে কেউ জয়েন করতে পারেন ব্রডকাস্টার হিসেবে তারা ইউটিউব এর মত অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আয় করে থাকে এবং অ্যাডসেন্সে যে টাকা আয় করে তার 75 শতাংশ ব্রডকাস্টার কে দিয়ে থাকে যদি পাবলিশার রিপোর্ট করে থাকে যে আপনার ডেইলি ভিউ অনেক কম তাহলে ডেইলিমোশন একাউন্টে প্রবলেম হতে পারে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলম্বাসের বর্ণনা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রহস্যময় জলপরীর (mermaid) প্রমান পাওয়া গেছে, এই বিষয়ে আপনার মতামত কী?

  9 জানুয়ারী ১৪৯৩ খ্রিস্টাব্দে পৃথিবীর সবচেয়ে মহান অনুসন্ধানকারীর মধ্য একজন খ্রিস্টোফার কলম্বাস, তার ডাইরিতে Mermaid-র কথা উল্লেখ করেন, যা পুরো পৃথিবীকে হয়রান করে দিয়েছে। কলম্বাস তার ডাইরিতে ভ্রমণের সমস্ত কাহিনী লিখতেন, কিন্তু তার মতে ৯ জানুয়ারী ১৪৯৩ খ্রিস্টাব্দে (ডোমিনিকান রিপাবলিক থেকে ফেরার সময়) সাগরের মধ্য ৩ মার্মিডকে সাঁতার কাটতে দেখেছেন। তার বর্ণনা অনুসারে ৩ জীব জলের উপর ধীরে ধীরে সাঁতার কাটছে , তাদের নিচের শরীর মাছের লেজের মতো আর উপরে এক মানষের মতো। কিন্তু তিনি এটাও বলেছেন যেমনটা ইতিহাস মার্মিডকে বর্ণনা (সুন্দরী মস্যকন্যা) করেছে এটা ঠিক তার বিপরীত, একদম দানবের মতো দেখতে। শরীর অনেক ভয়ানক। কলম্বাস এক মহান অনুসন্ধানকারী ছিলেন যিনি আমেরিকার মতন এক মহাদ্বীপের খোঁজ করেছেন। যার জন্য তার এই ডাইরির বর্ণনাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা ধারণা করেছেন কলোম্বাস হয়তো কিছু জীবকে দেখেছেন কিন্তু ওটা মার্মিড ছিল না, হয়তো জলের ভিতর বসবাসকারী ম্যামলস মন্টিস হতে পারে। মন্টিসের চোখ মানুষের মতো দেখতে, লেজ ঠিক মার্মিড-র মতো দেখতে জীবের মতো। যদি এই সামুদ্রিক জীবকে যদি দূর থেকে দেখা ...

পৃথিবীর সবচেয়ে দামি পদার্থের নাম কী এবং এটি কি কাজে ব্যবহৃত হয় ?

Periodic Tableএর শেষে যে পদার্থগুলো দেখতে পাওয়া যায়, তা সবগুলই দামি। এর কারণ হলো, ওই পদার্থগুলো মনুষ্য-তৈরি বা man-made। আবার ওগুলো তৈরি করতে যে পরিমান শ্রম, সময়, অর্থ ব্যয় করতে হয় সেই তুলনাই তারা অত্যন্ত ক্ষণস্থায়ী। এরা এতটাই ক্ষণস্থায়ী যে, রসায়নবিদরাই এদের উপর ভালো ভাবে পরিক্ষা নিরীক্ষা চালাতে পারে না। যা হোক। ওগুলো বাদ দিয়ে যদি বলেন যে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এমন উপাদানগুলোর মাঝে সবচেয়ে দামি কোনটা, তাহলে নিঃসন্দেহে সেটা হবে  ফ্রান্সিয়াম(Francium)।  Periodic Table এর  Group 1, Period 7 এর 87 Atomic Number  বিশিষ্ট মৌলটি হলো ফ্রান্সিয়াম। প্রাকৃতিক ভাবে পাওয়া গেলেও এর স্থায়িত্ব এত কম যে এদের দাম  গ্রামপ্রতি ১০০ কোটি মার্কিন ডলার  নির্ধারণ করতেও কার্পণ্য করেনি বিজ্ঞানিরা। এটি তেজষ্ক্রিয়এবং এর অর্ধায়ুকাল কেবল ২২ মিনিট। এটি এতটাই ক্ষণস্থায়ী যে এটিকে কখনোই ১ গ্রাম পাওয়া যায়নি। এমনকি এটি কে তৈরি করেও না। ফ্রান্সিয়াম এত ক্ষণস্থায়ী হওয়ার দরুন ফ্রান্সিয়ামকে কোন কাজে লাগানো হয় না। এখন যদি বলেন, ভাই, এমন কোন পদার্থ এর নাম বলুন যা ক্ষণস্থায়ী নয়, যা আপনি আমি সবাই দেখতে...

জীবনের পাঠ মানুষ খুব দেরিতে শেখে || jiboner part manus khob dare te sekhe

জীবনের পাঠ মানুষ খুব দেরিতে শেখে আমাদের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যা আমাদেরকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এবং আমাদের ব্যক্তিত্বকে সম্পূর্ণরূপে বদলে দেয়। ঠিক তেমনি কিছু জিনিস আছে যা আমরা সময়মতো শিখি না, এবং যখন আমরা বুঝতে পারি, সময় চলে গেছে এবং আমরা অনেক কষ্ট পাই। এখানে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেগুলো যদি সময়মতো শেখা যায় তাহলে আমাদেরকে কষ্ট থেকে বাঁচাতে পারে। 1- সবকিছুই অস্থায়ী আপনাকে প্রথম যে জিনিসটি শিখতে হবে তা হল যে ব্যক্তিত্ব বা আশীর্বাদ আপনার জীবনে স্থায়ী নয়। যখন আপনি এটি বুঝতে পারেন, আপনি মানুষকে আপনার জীবনে থাকতে বাধ্য করা বন্ধ করেন এবং যে ব্যক্তিকে ছেড়ে যেতে চায় তাকে ছেড়ে চলে যান, আপনি আর কোনো সম্পর্ককে জোর করবেন না। এটি আপনাকে মানসিকভাবে খুব শক্তিশালী করে তোলে কারণ আপনি যখন মানুষকে আপনার জীবনে থাকতে বাধ্য করা বন্ধ করেন তখন অন্য কেউ আপনাকে সুখী বা দুঃখ দিতে পারে না। তুমি তোমার সুখ দুঃখের একমাত্র কারণ হয়ে যাও। সংক্ষেপে, আপনি একজন অটোফাইল হয়ে যান। 2- জীবন ন্যায্য নয় দ্বিতীয়ত, আপনাকে শোষণ করতে হবে যে কাউকে একটি নিখুঁত জীবন দেওয়া হয় না, আপন...