আজ আপনাদের কে বলবো এমন তিনটে সাইট সম্পর্কে যারা ইউটিউব এর মতই ভিডিও ব্রডকাস্টিং করে এই সাইটগুলিতে রয়েছে এফিলেট মার্কেটিং সহ ভিডিও আপলোড করে টাকা ইনকামের সুযোগ । যাদের ইউটিউব এর একাউন্ট বা চ্যানেল কোন কারনে ব্লক হইছে তারাই সাইটগুলি থেকে টাকা আয় করতে পারেন । এই সাইটগুলি ভিডিও কোয়ালিটি ইউটিউব থেকে অনেক ভালো । এই সাইটগুলিতে ভিডিও ব্রডকাস্টিং করে বিবিসি , ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, ফক্স মিউজিক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ।
Vimeo
ইউটিউব প্রতিষ্ঠিত হয় 2006 সালে কিন্তু তার আগে থেকেই vimeo ভিডিও ব্রডকাস্ট করে থাকে । বর্তমানে vimeo সাইটের মালিক মাইক্রোসফট । vimeo এর ইউজার সংখ্যা 300 মিলিয়ন এর কাছাকাছি যা তাকে করে দিয়েছে পৃথিবীর দ্বিতীয় ব্রডকাস্টিং প্রতিষ্ঠান । ইউটিউব আপনার ভিডিও ব্রডকাস্ট করে যে টাকা আয় করে তার 55% আপনাকে দেয় কিন্তু বিমু আপনাকে দিবে 90% টাকা । আর তার ভিডিও কোয়ালিটি পৃথিবীর অন্য যেকোন ব্রডকাস্ট প্রতিষ্ঠান থেকে অনেক ভাল মানের . vimo তার pro মেম্বারদের জন্য রাখে বিভিন্ন সাবস্ক্রাইব সুবিধা । কাটপাটি অ্যাপস ব্যবহারের সুবিধা এবং প্রতি সাবস্ক্রাইব এ 1 $ চার্জ নেয় সাবস্ক্রাইবার থেকে । আপনি যদি pro মেম্বার হন তাহলে আপনাকে তারা একটি এসইউ করার জন্য একটি অ্যাডভান্স tolls দিবে ।
Twitch
যদি আপনি ভিডিও গেম খেলতে পছন্দ করেন তাহলে twitch আপনার জন্য একটি প্ল্যাটফর্ম । এটি একটি অ্যামাজন ভিত্তিক প্রতিষ্ঠান যারা লাইভ স্ট্রিমিং করে থাকে বিভিন্ন গেম । টুইচ এ রয়েছে 1.5 মিলিয়ন ব্রডকাস্টার এবং 100 মিলিয়ন ভিজিটর প্রতিমাসে । রয়েছে এফিলিয়েট প্রোগ্রাম যার মাধ্যমে আপনি লাইভ স্ট্রিমিং ছাড়াও টাকা আয় করতে পারবেন । Twitch এ রয়েছে ভিন্ন প্যাকেজে সাবস্ক্রিপশন প্রোগ্রাম যারা টুইচ এ লগইন করে থাকে তারা লাইভ স্ট্রিমিং দেখার জন্য তিনটি প্যাকেজের যে কোন একটি প্যাকেজ ব্যবহার করে থাকেন । তিনটি প্যাকেজের মূল্য ভিন্নরকম । প্রথম প্যাকেজ টি 5 $ দ্বিতীয় টি 10 $ এবং তৃতীয় টি 25 $ এর 50 % ব্রডকাস্টার পেয়ে থাকে ।
Dailymotion
ডেইলিমোশন হচ্ছে ইউটিউব এর সবথেকে বড় প্রতিপক্ষ যেখানে ব্রডকাস্ট করে থাকে বিবিসি ন্যাশনাল জিওগ্রাফি ব্লুমবার্গ ছাড়াও আরো অনেক ব্রডকাস্টার । ডেইলিমোশন এ যে কেউ জয়েন করতে পারেন ব্রডকাস্টার হিসেবে তারা ইউটিউব এর মত অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আয় করে থাকে এবং অ্যাডসেন্সে যে টাকা আয় করে তার 75 শতাংশ ব্রডকাস্টার কে দিয়ে থাকে যদি পাবলিশার রিপোর্ট করে থাকে যে আপনার ডেইলি ভিউ অনেক কম তাহলে ডেইলিমোশন একাউন্টে প্রবলেম হতে পারে ।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন