এমন কয়েকটি তরল লিকুইড আছে যেগুলি পৃথিবীর ইতিহাসে সবথেকে দামি লিকুইড বলে পরিচিত । এমন কয়েকটি লিকুইড এর নাম বলব যেগুলো শুনলে আপনি চমকে উঠতে পারেন সে কিভাবে এগুলো এত দামি হতে পারে
কাঁকড়া বিছের বিষ - $৩৯,০০০,০০০ প্রতি গ্যালন
এই দামি লিকুইড এর তালিকায় সর্বপ্রথম অবস্থান করছে কাঁকড়া বিছের বিষ । শুনতে হয়তো অবাক লাগছে যে কাঁকড়া বিছের বিষ এত দামী হয় কিভাবে কিন্তু হ্যাঁ এটাই সত্য কাঁকড়া বিছের বিষ পৃথিবীর সবথেকে দামি লিকুইড যার প্রতি গ্যালন এর দাম তিন কোটি নয় লক্ষ ডলার $৩৯,০০০,০০০ যা টাকার হিসাব করলে দাঁড়ায় 347 কোটি 10 লক্ষ টাকা ।
চিন্তা করছেন এত দাম কেন এ লিকুইড তাহলে আমি বলে দিচ্ছি কেন এত দাম । এল ইকুইটি উৎপাদন খরচ অত্যন্ত বেশি আর শুধু কয়েকটি জাতের কাঁকড়া বিছে থেকেই এ লিকুইড উত্পাদন করা যায় একটি কাঁকড়া বিছে সারা বছরে মাত্র ৫ গ্রাম উৎপাদন করতে পারে । এ লিকুইড গুলি দিয়ে তৈরি করা হয় বিভিন্ন উচ্চমানের ক্যান্সার প্রতিরোধী ওষুধ বিশেষ করে সব থেকে বেশি ব্যবহার করা হয় ব্রেইন ক্যান্সারের জন্য এতে রয়েছে এক বিশেষ ধরনের এন্টি অক্সাইড ব্রেনের ক্যান্সার নিরাময়ে অত্যন্ত কার্যকরী ।
সবচেয়ে দামি লিকুইড এর তালিকায় তৃতীয় নাম্বারে আছে রাজ গোখরা যার প্রতি গ্যালন এর দাম 15 লক্ষ তিন হাজার ডলার
D'Amalfi Limoncello Suprem - $3,55,98000
যে লিকুইড এর কথা বলব তা শুনলে হয়তো আপনার মাথা ঘুরে যেতে পারে এটি হচ্ছে পৃথিবীর সবথেকে দামি লিকুইড যার প্রতি বোতলের মূল্য তিন কোটি 55 লাখ 98 হাজার ডলার এটি হচ্ছে পৃথিবীর সবথেকে দামি পানীয় ইটালিয়ান কোম্পানি প্রস্তুত করে থাকে ।কাঁকড়া বিছের বিষ - $৩৯,০০০,০০০ প্রতি গ্যালন
এই দামি লিকুইড এর তালিকায় সর্বপ্রথম অবস্থান করছে কাঁকড়া বিছের বিষ । শুনতে হয়তো অবাক লাগছে যে কাঁকড়া বিছের বিষ এত দামী হয় কিভাবে কিন্তু হ্যাঁ এটাই সত্য কাঁকড়া বিছের বিষ পৃথিবীর সবথেকে দামি লিকুইড যার প্রতি গ্যালন এর দাম তিন কোটি নয় লক্ষ ডলার $৩৯,০০০,০০০ যা টাকার হিসাব করলে দাঁড়ায় 347 কোটি 10 লক্ষ টাকা ।
চিন্তা করছেন এত দাম কেন এ লিকুইড তাহলে আমি বলে দিচ্ছি কেন এত দাম । এল ইকুইটি উৎপাদন খরচ অত্যন্ত বেশি আর শুধু কয়েকটি জাতের কাঁকড়া বিছে থেকেই এ লিকুইড উত্পাদন করা যায় একটি কাঁকড়া বিছে সারা বছরে মাত্র ৫ গ্রাম উৎপাদন করতে পারে । এ লিকুইড গুলি দিয়ে তৈরি করা হয় বিভিন্ন উচ্চমানের ক্যান্সার প্রতিরোধী ওষুধ বিশেষ করে সব থেকে বেশি ব্যবহার করা হয় ব্রেইন ক্যান্সারের জন্য এতে রয়েছে এক বিশেষ ধরনের এন্টি অক্সাইড ব্রেনের ক্যান্সার নিরাময়ে অত্যন্ত কার্যকরী ।
সবচেয়ে দামি লিকুইড এর তালিকায় তৃতীয় নাম্বারে আছে রাজ গোখরা যার প্রতি গ্যালন এর দাম 15 লক্ষ তিন হাজার ডলার


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন