মানুষের ত্বক সুস্থ রাখার জন্য কত কিছুই না করে কেউ যায় বিউটি পার্লারে কেউ যায় ডাক্তারের কাছে কিন্তু আজ আপনাদের কে এমন একটি মাছের কথা বলব যে আপনাকে করে দিবে একটি প্রাকৃতিক স্পা অথবা আপনার চামড়া কে করে দিবে আরো সুন্দর মসৃণ । এই মাছ এর নাম Red Garra, আমেরিকা থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে গেলে প্রকৃতি বিউটি পেশা লিস্ট কে দেখতে পাবেন তারা হয়তো একুরিয়ামে অথবা সুইমিংপুলে রেখে দিয়েছে । চাইলে আপনিও রেখে দিতে পারেন এই মাছটিকে আপনার সুইমিংপুলে অথবা আপনার অ্যাকুরিয়ামে । মাছ টি বাংলাদেশে পাওয়া যায় কাঁটাবন এলাকায় অথবা সংসদ ভবনের অপজিটে খামারবাড়িতে ।
এ মাছটির বিশিষ্ট হচ্ছে বড় কোন মাছের আশেপাশে ঘুরে বেড়ানো উদ্দেশ্য হচ্ছে মাছের গায়ে লেগে থাকা মৃত চামড়া খাওয়া । এতে অবশ্য বড় মাছের উপকার হয় তার গায়ে লেগে থাকা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া এবং মৃত চামড়া যা তার শরীরে লেগে থাকে এগুলিতে বিভিন্ন ফাঙ্গাস জন্মায় ডাক্তার ফিস খেয়ে ফেলার কারণে আর ফাঙ্গাস হতে পারে না । আর তাই বিভিন্ন বড় বড় মাছ ও কচ্ছপ তার আশেপাশে ঘুরে বেড়ায় যাতে ডাক্তার মাছ এর কাছ থেকে সেবা নিতে পারে । আর এই সেবাটি নেওয়ার জন্য মানুষ আগ্রহী হয়ে উঠেছে তাই বিভিন্ন বিউটি পার্লার ও পুলে এই মাছটিকে পালন করা হয় ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন