দু টুকরোও বলা যায়, দুটিই হিমাচল প্রদেশে।
একটি হল কাংড়া জেলার ধরমকোট ওরফে তেল আভিভ অব দ্য হিলস।
অন্যটি হল কুলু জেলার কসোল ওরফে মিনি ইজরায়েল!
কসোল ইজরায়েলএর তরুণদের কাছে, বিশেষত তাদের আবশ্যিক ২ বছরের সেনাবাহিনীর ডিউটি শেষ করার পর ভারত, এবং বিশেষত হিমাচল একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য।
প্রায় ১৫০০ ইজরায়েলি কুলুতেই থাকেন, শীত এলে গোয়া যান 😌।
ধরমকোট বা কসোলের স্থানীয় বাসিন্দারা এই পর্যটকদের নিয়ে খুশি কারণ এঁরা ঝামেলা করে না, এঁদের কারণে গ্রামের চেহারা পাল্টে গেছে, ক্যাফে, রেঁস্তোরা, দোকান খুলেছে। এখানকার অনেক লোকাল লোক আবার হিব্রু শিখে গেছেন, দিব্যি কাজ চলে।
ধরমশালা শহরের স্থানীয়রা ইজরায়েলি নববর্ষ রোশ হাসানা উপলক্ষ্যে ভোজের আয়োজন করেন সবার জন্যে। হিমাচলী
এঁরা অনেকেই হিমালয়ের কোলে আধ্যাত্মিকতা খুঁজতে আসেন, কেউ শান্তির আশায়, কেউ আশ্চর্য মনোরম পরিবেশের জন্যে, এ ছাড়া মালানা ক্রিম প্রেমিরা তো আছেনই 🤣 (বিশদে জানতে পার্বতী ভ্যালি ইত্যাদি বিষয়ে খুঁজে দেখুন)।
তবে ছবির মত সুন্দর এই ছোট্ট শহরগুলিতে বিদেশীদের আনাগোনা ভালই লাগে। যদি নিজেদের দেশে এঁরা আমাদের সম্পর্কে ভাল ধারণা নিয়ে ফেরত যায়, তাতে আমাদের দেশের মঙ্গল। আর এটি যে কোন দেশের পর্যটকদের জন্যেই সত্যি (যতক্ষণ তাঁরা আইন না ভাঙছেন)



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন